Tuesday, November 30, 2021

মোহাজির হুসেইন চৌধুরী

সুখে আছি
     
সাগরের কথা যত বলি তত দেখিনা 
যাপনের সুখের মতো
শুধু গল্প বলা - গল্পচ্ছলে ভাসি সুখে 

আমার মেয়েটা তমুক স্কুলে পড়ে 
অমুক বিষয়ে বেশ ভাল নম্বর পেয়েছে... 
মাঝেমাঝে কথা আসছে
তবে এবয়সে.....!  মন ধরছেনা.....
সংসার জটিল.... কচি মন নিয়ে... 
ধাত সইতে পারবে তো.... 

হাতসাফাই জানা জামাইর স্বপ্ন

এসব কিছু সুখের কাহিনী
কল্পনাবিলাস ভাবনা চিন্তা বলতে বলতে
হাঁটতে থাকি বন্ধুদের সাথে 
কারো মুখে ফুটে হাসি 
কারো কপালে হিংসার ভাঁজ
বুঝি সকলেই সুখে আছি তবে....।                                       

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...