Tuesday, November 30, 2021

লিটন শব্দকর

ভোরে-দুই

চাদরের খুঁটে জমাট ভালোবাসার মতোই
খোলা মাঠে অনেক জন্মের কুয়াশার ভীড়,
রাস্তার পাতায় ঝাট পড়বে কিছুক্ষণ বাদে।
এখনও ভবঘুরে গোলাপের সবুজ ডাঁটায় 
প্রেমিকের হাতের উষ্ণতাকেই ডেকে যায় 
এই কার্ত্তিক মাসে, তিথি তুমি বোঝো ঠিক
ডাহুকের খমকে প্রাঞ্জল হয়ে ওঠা সংলাপ।
আমলকি পাতার সরু গলিটা হেটে এলেই
লুকিয়ে দেখা করার এমন স্বর্গীয় দুরুদুরু 
শুধু ভোরবেলা তোমার হাত ধরা সহজতর। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...