Tuesday, November 30, 2021

সৃজিতা নন্দী

নিঃশব্দ ক্ষত

তোমার অসুখের দিনে 
বালিশে মাথা রেখে ঘুমাও তুমি। 

প্রচন্ড জ্বর তোমার শরীরে... 
আমি একাকী দাড়িয়ে সবটা শুধু দেখে যাই। 
নিষেধ আছে তোমাকে স্পর্শ করার! 
খুন হয়েছে আমার প্রিয় গোলাপ। 
তুমি কথা বলো নি... 
মায়া যে বড় শিহরণ জাগায়। 

সূর্যের গ্লানি মেখে মোহ অস্ত গেছে 
অন্য মেয়ে মানুষের চোখের মণি তে

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...