নিঃশব্দ ক্ষত
তোমার অসুখের দিনে
বালিশে মাথা রেখে ঘুমাও তুমি।
প্রচন্ড জ্বর তোমার শরীরে...
আমি একাকী দাড়িয়ে সবটা শুধু দেখে যাই।
নিষেধ আছে তোমাকে স্পর্শ করার!
খুন হয়েছে আমার প্রিয় গোলাপ।
তুমি কথা বলো নি...
মায়া যে বড় শিহরণ জাগায়।
সূর্যের গ্লানি মেখে মোহ অস্ত গেছে
অন্য মেয়ে মানুষের চোখের মণি তে
No comments:
Post a Comment