এসো কখনো
ভাঙ্গা ঘরের এক ফাঁকে আটকে থাকে
একটা ছেঁড়া কাপড়।
সেই কাপড় ভেদ করে ভোরের আলো
স্পর্শ করে আমার মুখ।
ঠিক সেই মুহূর্তে
আমি ফিরে আসি সেখান থেকে
যেখানে আমার মত করে আমি বাঁচি।
থাকি আমার মনের মানুষের কাছাকাছি।
সেখানে খারাপের মাঝেও শান্তি আছে
আছে এক গভীর বিলাসিতা।
সেটাই আমার স্বপ্নের দেশ।
এসো কখনো তুমিও, হবে তোমার সাথেও কথা।
No comments:
Post a Comment