Tuesday, November 30, 2021

গঙ্গা সাহা

পরিচয়

পরিচয় হয়েছিল তোমাতে আমাতে।
  সেই সোস্যাল মিডিয়ার হাতটি ধরে।
  জানা শোনা হয়েছিল তোমাতে আমাতে।
  সেই মেসেঞ্জার এর কথোপকথনে।
  দেখেছিলাম তোমাকে প্রথম বারে।
  সেই সোস্যাল সাইডের পিকচারেতে।
  জানা শোনা পরিচয় হয়ে অবশেষে ,
  ধীরে ধীরে ভালোলাগা দুজন দুজনে।
  সেই  ভালোলাগা  ক্রমে  ক্রমে,
  পরিনত হয়েছিল আমাদের প্রণয়ে।
  অবশেষে ছয়মাস অপেক্ষা করিয়ে।
  একদিন হঠাৎ সাঁঝের বেলাতে,
  এলে তুমি আমারও সমূক্ষে, 
  সেই এক অচেনা গলির‌ মোড়ে।
  চোখে চোখ রেখেছিলাম দুজনে,
  সেই দিন সেই প্রথম বারে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...