Tuesday, November 30, 2021

গঙ্গা সাহা

পরিচয়

পরিচয় হয়েছিল তোমাতে আমাতে।
  সেই সোস্যাল মিডিয়ার হাতটি ধরে।
  জানা শোনা হয়েছিল তোমাতে আমাতে।
  সেই মেসেঞ্জার এর কথোপকথনে।
  দেখেছিলাম তোমাকে প্রথম বারে।
  সেই সোস্যাল সাইডের পিকচারেতে।
  জানা শোনা পরিচয় হয়ে অবশেষে ,
  ধীরে ধীরে ভালোলাগা দুজন দুজনে।
  সেই  ভালোলাগা  ক্রমে  ক্রমে,
  পরিনত হয়েছিল আমাদের প্রণয়ে।
  অবশেষে ছয়মাস অপেক্ষা করিয়ে।
  একদিন হঠাৎ সাঁঝের বেলাতে,
  এলে তুমি আমারও সমূক্ষে, 
  সেই এক অচেনা গলির‌ মোড়ে।
  চোখে চোখ রেখেছিলাম দুজনে,
  সেই দিন সেই প্রথম বারে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...