Tuesday, November 30, 2021

পান্থ দাস

কালি

মা তুমি জগতের
ডাকি কালিকে,
ক্রোধে ভষ্মিভূত অশুভ 
শক্তি তুমি শিবে ৷

গলায় মুন্ড মালায়
থাকো সু সজ্জিত তুমি,
শান্তি মেলে মনে
যখন যাই মাতা বাড়ি ৷

মহা পিঠ তারা পিঠেও
আছো তুমি,
দক্ষিণেশ্বরের বাতাসেও
আছো তুমি ৷

রক্ত জবায়ই
তোমার পূর্ণতা,
রামকৃষ্ণও সাক্ষী যার
করো দুর তুমিই সব অক্ষমতা ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...