হিরণ্যকশিপু
না রাত, না দিন
ঘুমন্ত মানুষ;
শরীরের ভেতর ঢুকে পড়েছিল মৃত্যু সংকেত,
বুকের স্পন্দন বাড়িয়ে দিয়েছে এক মুহূর্তেই !
বারংবার কেঁপে উঠছিল
উপর শরীর থেকে ভেতর শরীর,
শরীরের জন্য শরীর খুঁড়ে দেখছিল-
একটি অদ্ভুত ঘড়ি তখনও চলছিল
টিক-টিক, টিক-টিক...
অতঃপর মানুষের ভেতর ছটফট করছিল
আতঙ্কিত হিরণ্যকশিপু।
No comments:
Post a Comment