Monday, November 29, 2021

অভীককুমার দে

হিরণ্যকশিপু

না রাত, না দিন
ঘুমন্ত মানুষ;

শরীরের ভেতর ঢুকে পড়েছিল মৃত্যু সংকেত,
বুকের স্পন্দন বাড়িয়ে দিয়েছে এক মুহূর্তেই !

বারংবার কেঁপে উঠছিল 
উপর শরীর থেকে ভেতর শরীর,

শরীরের জন্য শরীর খুঁড়ে দেখছিল-
একটি অদ্ভুত ঘড়ি তখনও চলছিল 
টিক-টিক, টিক-টিক...

অতঃপর মানুষের ভেতর ছটফট করছিল 
আতঙ্কিত হিরণ্যকশিপু।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...