Monday, November 29, 2021

অভীককুমার দে

হিরণ্যকশিপু

না রাত, না দিন
ঘুমন্ত মানুষ;

শরীরের ভেতর ঢুকে পড়েছিল মৃত্যু সংকেত,
বুকের স্পন্দন বাড়িয়ে দিয়েছে এক মুহূর্তেই !

বারংবার কেঁপে উঠছিল 
উপর শরীর থেকে ভেতর শরীর,

শরীরের জন্য শরীর খুঁড়ে দেখছিল-
একটি অদ্ভুত ঘড়ি তখনও চলছিল 
টিক-টিক, টিক-টিক...

অতঃপর মানুষের ভেতর ছটফট করছিল 
আতঙ্কিত হিরণ্যকশিপু।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...