Tuesday, November 30, 2021

শতাব্দী দেবনাথ

শৈশব
          
শৈশবে দিন গুলোই কিই না  মজার ছিল, 
সহজ সরল নিষ্পাপ জীবনের 
গন্ডি পেরিয়ে আজ আমরা অদ্ভুত  জটিলতায় প্রবেশ করেছি। 
ভাবতে অবাক লাগে সেদিন গুলো যেন এক ঘুমন্ত শিশুর নরম ছোঁয়া, 
ক্ষনিকের মধ্যেই যেন হারিয়ে গেলো দিনগুলো। 
আঁকড়ে ধরে রাখতে ইচ্ছেটা ও যে ব্যর্থতার রূপ নেই,
শুধু জমানো কিছু স্মৃতিতেই ফুটে উঠে। 
বর্ষার দিনে কাগজে নৌকা বানিয়ে ভাসানো, 
রোদের দিনে কাগজের এরোপ্লেন বানিয়ে আকাশে ওড়ানো, 
সে এক আলাদা জীবন। 
ফিরে যেতে ইচ্ছে করে তাই ক্ষনিকের জন্য দিন গুলোকে মনে করলে বাস্তব জগৎ কে ভুলে যেন এক খুলে দীপ্ত মান আকাশে বিরাজ করি।। 
আহা.. আহা..কোমলতায় ভরা উপভোগ

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...