Wednesday, November 30, 2022

নন্দিতা দাস চৌধুরী

তারা

কত আর দেখা যায় পৃথিবীর নিষ্ঠুর সাক্ষী হয়ে, প্রতিনিয়ত চোখের সামনে অসহায় জীবনের  নিঃশ্বেষ হয়ে যাওয়া, যে ফুলটা সাজিতে তুলে আনলেনা রয়ে গেলো গাছে দিনের শেষে ঝরে পড়ে অবহেলায়, সেও ফুটেছিলো সাজবে কোন আবেগী ফুলদানীতে অথবা কারো সোহাগী খোঁপার মালায়, তার গোপন কান্না আর কেউ না শুনলেও প্রেমিকের হৃদয়কে সজোরে আঘাত করে যায়, যে শিশুর শৈশব খেয়েছে দারিদ্রতায় আর ঘাম ঝরিয়ে অনাদরের গাছের মতো বেড়ে উঠেছে বনানীর  কোলে, সেও প্রস্ফুটিত হতে পারতো মহাসাগরের সভ্যতার নাবিক হয়ে, দরদী চোখে জ্বলজ্বল হয়ে জ্বলছে আকাশের গায়ে মেঘে ঢাকা তারা।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...