সংসার বড় নাকি সন্যাস বড়, এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সংসারকে যারা বড় দেখায় তাঁদের পক্ষেই যুক্তিরা পক্ষপাতিত্ব করে। অথচ, জীবনের কত দুপুর কাটায় বাই সাইকেলে পুকুর পাড়ের রাস্তায়। কত রাত জেগে থাকে আমৃত্যু সে হিসাব কেউ রাখে? হয়তো কবিতা রাখে। এই ক্ষুদ্র সংখ্যাটি পাঠের আমন্ত্রণ।
No comments:
Post a Comment