Wednesday, November 30, 2022

দেবাশিস চৌধুরী

জননী

আমাদের পরিবার নেই
একটি ঘর আছে শুধু
ঈশান কোণে বাবা সমাধিস্থ
মা সদর দরজা, 
ন্যায় অন্যায় সব দেখেন 
সব পাপ নিজের গায়ে মেখে 
আমাদের শুদ্ধ করে তুলেন ক্রমাগত।

আমাদের রান্না ঘর সিন্ধু সভ্যতার 
নিদর্শন স্বরূপ দাড়িয়ে আছে, 
মাটির কলস, পাথরের থাল
মায়ের কোমল হৃদয় 
এগুলো খেয়েই আমরা বেচেঁ আছি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...