Wednesday, November 30, 2022

দেবাশিস চৌধুরী

জননী

আমাদের পরিবার নেই
একটি ঘর আছে শুধু
ঈশান কোণে বাবা সমাধিস্থ
মা সদর দরজা, 
ন্যায় অন্যায় সব দেখেন 
সব পাপ নিজের গায়ে মেখে 
আমাদের শুদ্ধ করে তুলেন ক্রমাগত।

আমাদের রান্না ঘর সিন্ধু সভ্যতার 
নিদর্শন স্বরূপ দাড়িয়ে আছে, 
মাটির কলস, পাথরের থাল
মায়ের কোমল হৃদয় 
এগুলো খেয়েই আমরা বেচেঁ আছি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...