আত্মক্ষরণের পঙ্ ক্তিমালা
সমস্ত ব্যথা হাঁটুতে নেমে গেলেও 
মাথায় দুশ্চিন্তার ভিড়ে বুক ভাড়ি হয়ে ওঠে! 
আঠারোমুড়ার উত্তরে শেষ প্রান্তে ---
শ্রেণি কক্ষে থাকা আমি তখন শিক্ষক নই! 
আসলে একটা দক্ষিণমুখী কচ্ছপ! 
তোমার সব ব্যথা হাঁটুতে জমে যত  ফুলে ওঠে! 
আমি ততই কচ্ছপ হয়ে উঠি। 
এইভাবে শ্রেণিকক্ষে আমি আর আমার  দূরত্ব 
ক্রমাগত প্রসারিত হতে থাকে। 
বিচ্ছিন্ন হতে থাকে আমি, আমার থেকে 
যাবতীয় সংযোগ। 
অহেতুক নির্বাসনে যোগাযোগ ঘটলেও 
কর্কটক্রান্তীয়  সংযোগ ভীষণ কঠোর!
No comments:
Post a Comment