Wednesday, November 30, 2022

গৌতম মজুমদার

ভিজে বিড়াল

ছোট্ট বিড়াল করুন সুরে
করছে চিৎকার বাইরে,
প্রাণটা বুঝি বেরিয়ে যাবে
কি করে তা চাই রে ।

আদর দিয়ে ভালো বাসায়
ঢুকিয়ে নিলাম ঘরে,
খাবার দিলাম ভালো ভালো
যত্ন আত্তির করে।

ভিজে বিড়াল মনে হয় সে
কিছুই জানে নাকো,
মাছটা দিলে পারেনা খেতে
যেমন ভাবেই রাখো ।

সব খাবার ই থাকতো খোলা
সে দিন কি আর বাকি ?
ঘরের খাবার কোন দিনই
রাখতাম না আর ঢাকি।

হঠাৎ একদিন রান্না ঘরের
সব খাবার ঐ সাবাড়,
ঝোলা থেকে বেরিয়ে বিড়াল
হচ্ছে পগার পাড় ।

চিনতে আমার হয়নিকো ভুল
এই সেই ভিজে বিড়াল,
যাকে আমি আনলাম ঘরে
করছে কি আজ হাল।

মনের ব্যথা লুকিয়ে রাখি
বুকটা চাপা রেখে,
চোখ কান সবাই খোলা রেখো
এসব বিড়াল থেকে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...