Wednesday, November 30, 2022

মাধুরী সরকার

লাশের আদলে

যখন মৃত্যু এসে কড়া নাড়ে রোজ
তাসের ঘরের মতো ভেঙে যায় 
আমার সাজানো মনের ঘর,
আমি জীবনের কাছে করি না অভিযোগ।

আলেয়াকেই তো আলো ভেবেছি কত !

মৃত্যু যে প্রতিরাতে আমার সাথে ঘুমোয়
অথচ কখনোই 
পরখ করে দেখি না তাকে।

ক্ষণিকের জলসাঘরে প্রসাধনী মুখোশ 
শুধু সেজে থাকি লাশের আদলে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...