লাশের আদলে
যখন মৃত্যু এসে কড়া নাড়ে রোজ
তাসের ঘরের মতো ভেঙে যায়
আমার সাজানো মনের ঘর,
আমি জীবনের কাছে করি না অভিযোগ।
আলেয়াকেই তো আলো ভেবেছি কত !
মৃত্যু যে প্রতিরাতে আমার সাথে ঘুমোয়
অথচ কখনোই
পরখ করে দেখি না তাকে।
ক্ষণিকের জলসাঘরে প্রসাধনী মুখোশ
শুধু সেজে থাকি লাশের আদলে।
No comments:
Post a Comment