নিহত
শেষ পাতা উল্টে নিতে গিয়ে
দেখি সহস্র ভুল
এক হয়ে আছে ।
ভেবেছিলাম হয়তো আবার
রাত ভিড়ে তুমি আমি আর চন্দ্রীমার
মাধুরী ছড়াতে ছড়াতে
দুই একটা কলিতে
ধরবো গলা ।
উড়ন্ত রঙ এসে পড়ল গায়ে
হলুদ বর্ণের একটি পাখির মতো
স্বপ্ন বুনতে
তুলো রঙের বরফ মেখেছি গায়ে ।
চাদর খানা সরিয়ে নিতেই দেখি
উড়ল পাখি
ছুটলো বনে
হয়নি দেখা আমার সনে
তবু স্বপ্নগুলো তেমনি আছে
যেমনি ছিল আগে ।
ভাবতে গেলেই অবাক লাগে
স্বপ্ন গুলো মরছে একে একে,
বেকার ছেলে গুলি খেয়ে
নিহত হলো রণাঙ্গনে
তবুও যেন হাঁসতে হাঁসতে
আকাশ ছোঁয়ার গল্প মনে ।
No comments:
Post a Comment