Wednesday, November 30, 2022

তারানা নাজনীন

সবুজ ঘাসে বিছানো রক্ত


রক্তে ভিজে বাংলার বুকে
ঘুমিয়েছো সুখে,
পরাধীনতা ভেঙ্গে দিয়ে
স্বাধীনতা মুখে।

সবুজ শ্যামল বাংলার মানুষ
সবাই যেনো হাসে
পতাকা মোর সবুজ ঘাসের_
রক্তে কেনো ভাসে?

নিরীহ নিরপরাধ সব
হয় যে পথের শিকার,
উচ্চ ডিগ্রী নিয়েও আজ 
হয়ে আছে বেকার।

চুরি ডাকাতি ছিনতাইকে
পেশা তারা বানায়
নেশার রাজ্যে ডুবে গিয়ে
মনটাকে যে রাঙায়।

কোথায় মোদের অহংকারে
দেশের সুনাম গাইবো
সভ্য শান্ত সমাজটাকে 
খুঁজে কোথায় পাবো।

স্বার্থ ছাড়া ঘুরে না কেউ
রূদ্ধ শ্বাসে বিবেক
পথে পথে চাটুকারদের
প্রশ্ন করলেই সাবেক!

বিবেক মোদের কেঁদে মরে
দেখে হই যে অবাক,
ভুলে কী করে এই জাতি
শহীদের রক্তের ডাক।

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...