সুখের কোলাহল
একদিন আমার সমস্ত সুখের কোলাহল তোমাকে সঁপে দেব।
বিধ্বংসী ঝড় তৈরি করে দূরত্বের বেড়াজাল,
ফিরে না পাওয়াটা মেনে নিতে হয় সময়ের সাথে সাথে।
শূণ্যতা অধিক কথা বলে।
ভেঙে যাওয়া মানুষের সহ্যমাত্রা ছাড়িয়ে যায়।
আর্তনাদের চিৎকার সে শুনতে পায় না।
একসময়ে সেই মানুষের পূর্ণতা নিজের চোখে দেখি!
পাশে আমি কে মুছে ঘর বেঁধেছে অন্যজনের সাথে।
সরল সুদে হিসেব নিকেশ করে রেখেছি...
একদিন আমার সমস্ত সুখের কোলাহল তোমাকে সঁপে দেব।
No comments:
Post a Comment