উপেক্ষা
জানিস! এখন আমার জন্য কেউ আর
অপেক্ষা করেনা
আমার যারা --- আগে আমাকে না পেলে
দারুণ মর্মাহত হত তারা
সব 'সময়' হয়ে গেছে
দ্রুত ধাবমান স্রোতস্বিনীর মতো
এখন আমার জন্য কেউ অপেক্ষা করেনা
মন খারাপের চিত্র মুখে এঁকে
পাশ কেটে চলে যায়
যেন হাতের নাগালে এলে বিনষ্ট হবে
এক একটি পল মহামুল্যবান।
আমি একা দাঁড়িয়ে অপেক্ষা করি
সুনসান রাস্তা একমুঠো ধূলো ছিটিয়ে
ঢেকে রাখে আমার প্রলাপজনিত গান।
No comments:
Post a Comment