Friday, December 24, 2021

বিনয় শীল

প্রজাপতি
                       
প্রজাপতি প্রজাপতি 
ফুরফুর করে ইতিউতি 
উড়ছো আকাশ কূলে।
          চিত্র রাঙ্গা পাখা মেলি 
          দলে দলে খেলা খেলি 
          ঘুরছো ফুলে ফুলে।।

লাল নীল হলুদ সাদা 
জবা জুঁই টগর গাঁদা 
সবার কাছে যাও।
          পাপড়ি পরে পা রেখে 
          পুষ্পরেণু গায়ে মেখে 
          ফুলের মধু খাও।।

মধু খেয়ে তৃপ্ত মনে 
লক্ষ্য এখন অন্য বনে 
ছুটছো এঁকে-বেঁকে। 
   ঝাঁকে ঝাঁকে নামছো আবার
    স্বপ্ন শুধু মধু খাবার 
    পুষ্প কানন দেখে ।।

প্রজাপতি প্রজাপতি 
দেখতে বড় কোমলমতি
একটু সঙ্গ দেবে?
       রঙিন ডানায় ভর করে 
       উড়তে ইচ্ছা আকাশ পরে
       আমায় সাথে নেবে ?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...