প্রজাপতি
প্রজাপতি প্রজাপতি
ফুরফুর করে ইতিউতি
উড়ছো আকাশ কূলে।
চিত্র রাঙ্গা পাখা মেলি
দলে দলে খেলা খেলি
ঘুরছো ফুলে ফুলে।।
লাল নীল হলুদ সাদা
জবা জুঁই টগর গাঁদা
সবার কাছে যাও।
পাপড়ি পরে পা রেখে
পুষ্পরেণু গায়ে মেখে
ফুলের মধু খাও।।
মধু খেয়ে তৃপ্ত মনে
লক্ষ্য এখন অন্য বনে
ছুটছো এঁকে-বেঁকে।
ঝাঁকে ঝাঁকে নামছো আবার
স্বপ্ন শুধু মধু খাবার
পুষ্প কানন দেখে ।।
প্রজাপতি প্রজাপতি
দেখতে বড় কোমলমতি
একটু সঙ্গ দেবে?
রঙিন ডানায় ভর করে
উড়তে ইচ্ছা আকাশ পরে
আমায় সাথে নেবে ?
No comments:
Post a Comment