Friday, December 24, 2021

সৈকত মজুমদার

নষ্ট জীবন 

আমার অযথা লেখা সব কবিতা
আজ তোমায় উৎসর্গ করলাম

জানি তোমার জীবনে হয়তো
আমার কোনো মূল্য নেই, আর
সব সময় যা চাই তা কখনোই পাই না,
এভাবেই কেটেছে শৈশব থেকে কৈশোর। 
    
তেত্রিশটা বসন্ত পেরিয়ে আজ
আমি একা, একেলা মন
আমার নষ্ট জীবন !!


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...