Friday, December 24, 2021

দিপিকা রায়

প্রয়োজন

ক্ষুদার্ত শহরে ঘৃণ্য ডাস্টবিন টা ও
একসময় অমৃত হয়ে ওঠে। 
শান্ত শহরে উঁকি দেওয়া 
কুড়ি গুলো ছিটানো জঞ্জালে, 
স্বপ্ন বুনে।
অভাবের বোঝায় খালি পকেটে, 
শুধু লাঞ্ছনার ভিড়।
সুপ্ত চাহিদাগুলো আটকে যায়, 
কিছু সময়ের পরিক্রমায়। 
বিষন্ন মুখে অবসানের হাসি
ক্ষিদে নিবারনের সামান্য মাত্র। 
 ভাগ্য বিচারে ললাট রেখা, 
হস্তরেখা, ধুলোয় মুছে
আনন্দস্ফুর্তি নর্দমায় বাড়তে থাকে। 
শূন্য হস্তে ভিক্ষার ঝুলি, 
পান্তায় দিন ফুরায়। 

চোখে ঘুম কাটে, 
আবারও ভোরের ক্ষুদা নিবারণে। 
শুকিয়ে যাওয়া সেই ছোট্ট গাছে, 
বাঁচতে চায় কলি গুলো। 
অবহেলিত ভিড়ে হাঁটতে চায়, 
দিনের শেষে সেই ভালোবাসায়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...