জীবন যেন আলেয়া
অজানা এক সপ্নের ভীরে,
গেছি আমি হারিয়ে।
আলো ভেবে করেছি মস্ত বড় ভূল,
আলেয়ার পিছনে হাত বাড়িয়ে।
কোথাও আলো কোথাও অন্ধকার,
কোথাও আবার দুঃসপ্নের আনাগোনা।
সপ্ন ভেবে যাকে রেখেছি বুকে আগলে,
অচিরেই দুঃসপ্ন হয়ে করল চুরমার ...
মনের সব প্রিয় ভাবনা।
তরী ভেবে করেছিলাম ভর,
তটিনী পারাবার ত্বরে।
তরী যেন চায় না চলতে,
বাধা হয়ে অজানা বালি চরে।
আশায় আশায় বুক বাঁধি,
হয়ত জীবন চলবে জীবনের শ্রোতে।
প্রতিনিয়ত জীবন করছে জীবনের সাথে খেলা,
উন্মত্ত হয়ে আছে জীবন কে হারাতে।
বিধাতা ও আজ যেন বন্ধ করে আছে দুটি আখি,
ভাগ্যদেবী চলে গেছে অনেক দূর।
বার বার ভাগ্য যে দিতে চায় ফাঁকি।
মরুর বুকে আছি বসে,
যদি হয় এক পশলা বৃষ্টি।
আকাশে চলে সহশ্র মেঘের আনাগোনা,
কিন্তু এক বিন্দু জলকনার উপর ও পরেনী দৃষ্টি।
সময় বদলে যায় সময়ের সাথে,
আমি কিন্তু সেই একই আছি....
নিজেকে বদলানোর কিছুই ছিল না,
এই দুই হাতের রেখাতে।
No comments:
Post a Comment