Friday, December 24, 2021

লিটন শব্দকর

নিবিড়ে ২৯

সাদা চালের গুঁড়োয় কোজাগরী আলপনায়
বকেয়া জাগরণে বহতা স্বত্তার ম্রিয়মাণ নদী
আশ্বিনের ধানের সোনালী রঙ ছুঁয়ে বলেছে
এসো আজ ভাগ করে নিই রোদ শুশ্রূষাটুকু
অপ্রতুল চন্দ্রাভা মাখানো অভিমানের জলে।
তোমার মুঠোফোন আর আমার দুর্গোৎসবে
যখন নদীটির বুকে কোমরে জমেছিল ভ্রান্তি
রিংটোনে জমছিলো আড়চোখ যথেচ্ছাচার,
এখনও আছে নদী শুধু আমরা অন্যরকমই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...