Saturday, May 26, 2018

তারাপ্রসাদ বণিক

স্বপ্নরা হেঁটে যায়



আলপথ ধরে হাঁটছি-- নগ্ন পা উদোম শরীর
এ পথে একদিন সাঁই সাঁই ছুটেছিল রক্তপায়ী রাইফেলের গুলি,
ঝলসে ওঠা গ্রেনেড ঝলকে ঝলকে
ছড়িয়েছে রাক্ষুসে আলো।
সেই রক্তের দায় মোচনে আজও হাঁটি
আগাছাপূর্ণ অকর্ষিত জমির আলপথ ধরে।

একদিন এখানে কাদামাটিতে ফলেছিল অজস্র স্বপ্ন
এখন চোখ রাঙায় প্রাগৈতিহাসিক দুঃস্বপ্নরা
মিছে আলো ফিরি করে মূর্তিমান অন্ধকার
একদিন যেখানে ফলেছিল অজস্র স্বপ্ন।

অন্তরে বাইরে বিভাজিত, আলেকিত ধর্মস্থলে
পিছলে যায় লালাঝরা লকলকে জিভ
মধ্য দুপুরে তীক্ষ্ণ রাত্রি নামে প্রকম্পিত হৃদপিণ্ডে
তবুও সংশ্লেষ আশায় গ্রীষ্ম-দগ্ধ পাতারা
প্রাণপণে অন্তরে পুষে রাখে সালোক-সবুজ
স্বপ্নরা হেঁটে যায় আদিগন্ত দুঃস্বপ্নের পথে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...