Saturday, May 26, 2018

ড. সুচরিতা চৌধুরী

ডুব সাঁতার


সোনার পাথরবাটি'র জলে আকাশ কুসুম ভাসে
ঘর সাজানোর মিথ্যে পালা'র শেষে।
ভাবনা সুতোয় স্বপ্ন - ঘুড়ির উড়ান জীবন জুড়ে,
মেঘলা আকাশ বোঝে,
কেন সূর্য - ঘড়ি বাজে আপন সুরে।

বৃষ্টি হলে মেঘলা আকাশ বোঝে
ঐ জল কে কেন চাতক পাখি খোঁজে,
বৃষ্টি জলে সৃষ্টি মাখামাখি -
আনন্দ আর দুঃখ মেশে একসাথে বেশ! দেখি।

ডুব সাঁতারে ভাসিয়ে দিলাম গা,
ঐ যেখানে সাঁঝে, বিহানে ভালো মন্দের দেখা
হয় রোজ দিন, পৌঁছে যাবো -
ভাবছি আপনমনে।
কবে? কে ই বা জানে!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...