Friday, May 25, 2018

সাদা রঙের স্বপ্ন


কারো স্বপ্নে ঘর থাকে
ইট থাকে বালি থাকে
দামী একটা গাড়ি থাকে।
প্রেমিক থাকে - বউ থাকে
রঙিন কিছু সময় থাকে।
অ্যাপস্ থাকে - গ্যাপস্ থাকে
কিউট একটা বাচ্চা থাকে
রিমোট থাকে - জীবন থাকে
সাঁতার কাটার পুকুর থাকে

আবার কিছু স্বপ্ন এমনও হয়
যে স্বপ্নে শুধু - ভাত থাকে
সাদা সাদা ভাত ।

-------------------------------------------------------------------
J O Y D E B N A T H
240520180740

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...