Friday, May 25, 2018

সাদা রঙের স্বপ্ন


কারো স্বপ্নে ঘর থাকে
ইট থাকে বালি থাকে
দামী একটা গাড়ি থাকে।
প্রেমিক থাকে - বউ থাকে
রঙিন কিছু সময় থাকে।
অ্যাপস্ থাকে - গ্যাপস্ থাকে
কিউট একটা বাচ্চা থাকে
রিমোট থাকে - জীবন থাকে
সাঁতার কাটার পুকুর থাকে

আবার কিছু স্বপ্ন এমনও হয়
যে স্বপ্নে শুধু - ভাত থাকে
সাদা সাদা ভাত ।

-------------------------------------------------------------------
J O Y D E B N A T H
240520180740

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...