কারো স্বপ্নে ঘর থাকে
ইট থাকে বালি থাকে
দামী একটা গাড়ি থাকে।
প্রেমিক থাকে - বউ থাকে
রঙিন কিছু সময় থাকে।
অ্যাপস্ থাকে - গ্যাপস্ থাকে
কিউট একটা বাচ্চা থাকে
রিমোট থাকে - জীবন থাকে
সাঁতার কাটার পুকুর থাকে
আবার কিছু স্বপ্ন এমনও হয়
যে স্বপ্নে শুধু - ভাত থাকে
সাদা সাদা ভাত ।
-------------------------------------------------------------------
J O Y D E B N A T H
240520180740
No comments:
Post a Comment