নূপুর
শিমুল তুলোর মত উড়ে যাও বাতাসের হাত ধরে,
কখনো কি দেখেছ
সুতো ছেঁড়া ঘুড়ি এক হয়েছে দেশান্তরী
তোমার খোঁজে?
পাহাড়ের কোল ঘেঁষে আশ্রয় নিতে যদি
তুমি ছোট নদী,
মেঘ হতাম প্রতিবেশী আকাশে,
ঝরে যেতাম বন্য আলিঙ্গনে,
চিরহরিৎ স্নান শেষে এক জোড়া নূপুর বেঁধে দিতাম,
কলকল সুরে বাজতো নদীর পায়ে
শিমুল তুলোর মত উড়ে যাও বাতাসের হাত ধরে,
কখনো কি দেখেছ
সুতো ছেঁড়া ঘুড়ি এক হয়েছে দেশান্তরী
তোমার খোঁজে?
পাহাড়ের কোল ঘেঁষে আশ্রয় নিতে যদি
তুমি ছোট নদী,
মেঘ হতাম প্রতিবেশী আকাশে,
ঝরে যেতাম বন্য আলিঙ্গনে,
চিরহরিৎ স্নান শেষে এক জোড়া নূপুর বেঁধে দিতাম,
কলকল সুরে বাজতো নদীর পায়ে
No comments:
Post a Comment