Friday, March 29, 2019

সম্পাদকীয়

এটা পরিস্কার ভাবে জানি যে, সাক্ষাৎকার এভাবে নেওয়া হয়না। আবার বলতে হয় সাক্ষাৎকারের সর্বজনগ্রাহ্য কোনো সজ্ঞাও হয়না! আমাদের ধারণা থেকে আমরা প্রচেষ্টা চালাচ্ছি অভিনব কিছু করার। এই সংখ্যায় আমরা চারটি বিভাগের বিশিষ্ট চারজনকে বাছাই করে সাক্ষাৎকার গ্রহন করেছি, সেগুলিকেই আজ প্রকাশ করা হলো। আমরা একই ফুলের চারটি পাপড়ির চার জন গুণীজনকে প্রায় একই ধাচের প্রশ্নের মুখোমুখি করেছি, যাতে করে লোকসংস্কৃতি এবং সাহিত্য সম্পর্কে পাঠকরা একটা গবেষণামূলক স্বচ্ছ ধারণা পেতে পারেন। যাঁরা সাক্ষাৎকার দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতি সংখ্যায় নতুন কিছু করার প্রেরণা যাঁরা যুগিয়েছেন তাদের কাছেও কৃতজ্ঞ।

সবসময় সব অবস্থানে একই রকম জিনিস ঘটবে সেটা সংস্কৃতি নয়। সংস্কৃতিতে 'সংস্কার' শব্দটা নিহিত আছে। একটা ফ্ল্যাটফর্মে অগ্রগতি আনতে আধুনিকতার গুরুত্ব অপরিসীম। কারণ ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণেই ঘটে অগ্রগতি। সবাই ভালো থাকুন।

                                     শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                                         জয় দেবনাথ
                                            সম্পাদক
                                     মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...