মানবতা ধিক্কার
কালো ধোয়া, আগুনের ছয়লাপ,
আকাশে উড়ে মানুষ, চারিদিকে লাশের গন্ধ!
.
হিংসায় বিশ্ব রাজনীতির শিকার,
নারী-পুরুষ আর শিশু মৃত্যু মিছিল।
জাতধর্মের বাহবা দিয়ে একদল শোষক,
মিসাইল, বোমা বন্দুকে,হরণ করেছে মানবতা।
আমি মানুষ, দেখে হাসে পৃথিবীর জীবজন্তুরা,
পৃথিবীর বড়ো পশু মানুষ, তারা কানাকানি করে।
ক্ষমতা আর পুঁজিবাদে, বিজ্ঞান হয়েছে দোষী,
পৃথিবী ধ্বংস করতে,তারা মেতেছে দিবারাএি।
মানবতার রক্ত বন্যার সমাধিতে,
মানুষ নামী এক দল নরপশু ।
সময় বয়ে যায়, মানুষের পৃথিবী
ধ্বংস নিধন যজ্ঞে।
দিকে দিকে বিষাক্ত বিকারে মানুষ
ভাগাভাগির শত্রু-মিএ খেলায়।
ভালোবাসার মহান পৃথিবী হল ,
নরকের গুলজার।
ভয়ঙ্কর দাবানলের ভারী লাভা,
রণক্ষেত্র পৃথিবী জুড়ে;
কেবল যুদ্ধ যুদ্ধ খেলা।
কবি পরিচিতি : কবি রুপন সূত্রধর ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুমের বাসিন্দা। কবির কবিতায় সমাজ ও সভ্যতার ছবি ফুটে উঠে। আধ্যাত্মবাদী এ কবির জীবনে চৈতন্যময়ীর উপাসনার ছাপ রয়েছে। এ ছাপ তাঁর কবিতাজুড়েও পাঠক লক্ষ্য করে। পেশায় সরকারী বিদ্যালয়ের শিক্ষক। সামাজিক কাজেও কবির দায়বদ্ধতার পরিচয় পাওয়া যায়।