বধ্যভূমি - রাফা
শোনা যাবেনা আর কোনদিন
ক্ষুধার্ত শিশুর কান্না,
মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার
আর্তনাদ টুকু আর না।
শান্তি এখন রাফা শহরে
যদি পেতে শোন কান,
চির নিদ্রায় নিদ্রিত সবাই
বিশাল কবর স্থান।
হিরোশিমা আর নাগাসাকির মতো
আজও এসেছে কসাই,
প্যালেস্টাইনের বুকে আঘাত হানিয়া
দেশটা করেছে জবাই।
ভাইয়ের বিরুদ্ধে ভাইকে লাগিয়ে
মুখোশের আড়ালে যারা,
খসে পড়ে গেছে, সাম্রাজ্যবাদীদের
আসল নগ্ন চেহারা।
যুদ্ধের ক্ষত শেষ না হতেই
আবার বাঁধালো যুদ্ধ,
গর্জে উঠেছে সভ্য সমাজ
দিকে দিকে সবাই ক্ষুব্ধ।
মানবাধিকার আজ লুণ্ঠিত হলো
হারাতে বসেছি সভ্যতা,
আগ্রাসন নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে
রোখা হোক এই বর্বরতা।
কবি পরিচিতি : গৌতম মজুমদার। পিতা স্বর্গীয় ফণী ভূষণ মজুমদার, মাতা স্বর্গীয় অঞ্জলী মজুমদার।সিপাহিজলা জেলার নলছড় এলাকায় বগাবাসা গ্রামে বাস।১৯৭০ সালের ৩রা নভেম্বর জন্ম।ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ। বর্তমানে রাবার শিল্পের সাথে যুক্ত। ছোট বেলা থেকেই কবিতা ও নাটক লেখার প্রতি তুমুল আগ্রহ। নিয়মিত লেখক মনন স্রোতের।