Tuesday, January 31, 2023

সম্পাদকীয়

ধারাবাহিকতার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা মনন স্রোতের সবসময় থাকে। এ সংখ্যাটি একটি একাডেমীক জার্নাল। প্রাথমিক পর্যায়ের বস্তুনিষ্ঠ জার্নাল। লোকসংস্কৃতি বিষয়ক জার্নালটির পর একটি সম্পূর্ণ সংখ্যা আসবে। আশা করবো পাশে থাকবেন। ফেব্রুয়ারী ভাষার মাস হলেও, আমরা শেকড়কে ভাষার মাধ্যমেই প্রকাশ করার প্রত্যাশি।  ভালো থাকবেন সকলে। নমস্কার।

বিনীত
সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...