ধারাবাহিকতার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা মনন স্রোতের সবসময় থাকে। এ সংখ্যাটি একটি একাডেমীক জার্নাল। প্রাথমিক পর্যায়ের বস্তুনিষ্ঠ জার্নাল। লোকসংস্কৃতি বিষয়ক জার্নালটির পর একটি সম্পূর্ণ সংখ্যা আসবে। আশা করবো পাশে থাকবেন। ফেব্রুয়ারী ভাষার মাস হলেও, আমরা শেকড়কে ভাষার মাধ্যমেই প্রকাশ করার প্রত্যাশি। ভালো থাকবেন সকলে। নমস্কার।
No comments:
Post a Comment